সিলেট জেলরোড থেকে পলাতক আসামি আক্তার’কে  গ্রেফতার র‌্যাব-৯

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেক-

সিলেট  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে  মহানগরের জেলরোড থেকে ছিনতাইকারী দলের সদস্য ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আক্তার হোসেন’কে গ্রেফতার করে র‌্যাব।

তবে গ্রেফতার আক্তার হোসেন (৩১) সে সিলেটের দক্ষিণ সুরমা থানার জৈনপুর চান্দাই এলাকার আব্দুর নুরের ছেলে।

র‌্যাব-৯, সিলেট এর অভিযানে ছিনতাইকারী দলের সদস্য ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তার হোসেন’কে সিলেট কোতয়ালী থানাধীন জেল রোড এলাকা থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে।

সোমবার বিকালে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার’কৃত  আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন