সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক শিহাব

Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের ২০২৫-২০২৬ মেয়াদী ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়েছে। সোমবার (১লা ডিসেম্বের) সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের প্যাডে বিরহী লাল মিয়াকে সভাপতি ও রোটারিয়ান আমির উদ্দিন শিহাবকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. আবর মিয়া পীর, সহ সভাপতি বিরহী কালা মিয়া, শাহ মো. আলীনুর, সূর্য লাল দাস, বাউল সিরাজ উদ্দিন, বাউল হারুন মিয়া, রোটারিয়ান নিজাম উদ্দিন, কবি মিজানুর রহমান মিজান, আক্তারুজ্জামান কালা মিয়া, সেলিম আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, মাসুক আহসান, আব্দুল কাদির জীবন, সহ সাধারণ সম্পাদক শাহিনা জালারী, গীতিকার জসিম উদ্দিন, মেঘদাদ মেঘ, সাংগঠনিক সম্পাদক শীতন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক প্রেমিক আনোয়ার, বাবুল আহমদ, ফাতাহ, সালেহ আহমদ সালাম, খুশি নুরী, কোষাধ্যক্ষ কবি আজমল আহমদ, সহ কোষাধ্যক্ষ আব্দুল বাসিত, প্রচার সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সহ প্রচার সম্পাদক সিলেটে মাসক, দপ্তর সম্পাদক কয়েছ আহমদ, সহ দপ্তর সম্পাদক হামিদুর রহমান বাদশা, মহিলা বিষয়ক সম্পাদিকা সৌভাগ্য রুবি, সহ মহিলা বিষয়ক সম্পাদিক ফারজানা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল তারা মিয়া, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাই মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ দুলাল, আইন বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মুন্সি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মুরাদ আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিরহী আজিজ, কার্যকরী সদস্য মসলন আলী, সদস্য বাবুল শাহ, মমিন নুরী, রাসেল আহমদ, শাহিন আহমদ, রিমঝিম, ইমা আক্তার, আইয়েছ নুর, নজরুল ইসলাম, দুধুশাহ, পাগল রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি



