

আইটি ডেস্ক
পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি নির্দিষ্ট মডেলের আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে আইফোন ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে স্টারলিংক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন টেলিকম অপারেটর টি-মোবাইল ইতিমধ্যে নির্দিষ্ট গ্রাহকদের পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ইলন মাস্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে স্টারলিংকের মাধ্যমে ছবি, গান ও পডকাস্ট শোনা যাবে। পরে ভিডিও’ও দেখা যাবে।
আইফোনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালুর জন্য এরই মধ্যে আইওএস ১৮.৩ সংস্করণের মোবাইল ডেটা সেটিংসে ‘স্যাটেলাইট’ অপশন যুক্ত করেছে অ্যাপল। ফলে শুধু আইওএস ১৮.৩ সংস্করণে চলা আইফোনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা যাবে। টি-মোবাইলের নির্দিষ্ট গ্রাহকেরা অপারেটরের কাছ থেকে আমন্ত্রণমূলক এসএমএসের মাধ্যমে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার করতে পারবেন।
সূত্র: নিউজ১৮