

জালালাবাদ রোটারী হসপিটালের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন স্টাফরা। শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বেতন বৃদ্ধি না হওয়া এবং ওভারটাইম বন্ধ করে দেয়ার বিষয় নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুহেব আহমদ মতিন দুর্ব্যবহার করেছেন এবং গুলি করার হুমকি দিয়েছেন। তার এ ধরনের ব্যবহার ন্যাক্কারজনক ও অগ্রহনযোগ্য। তারা আরো বলেন, বিগত ১ বছর থেকে আমাদের ওভারটাইম দেয়া বন্ধ রয়েছে। এ বছর ইনক্রিমেন্ট দেয়া হয়নি। আমরা এসব বিষয় নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে চাইলে তিনি আমাদের সাথে দুর্বব্যহার করেন। গুলি করার হুমকি দিয়েছেন। অবিলম্বে চেয়ারম্যান সুহেব আহমদ মতিনকে পদত্যাগ করতে হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী ফিজিওথেরাপিস্ট জুনেদ আহমদ, মাহবুব উদ্দিন, জুনিয়র থেরাপিস্ট সাইদুল ইসলাম, নান্টু দেবনাথ, রতিশ দেবনাথ, অর্পিতাসহ নার্স, রিসিপশনিস্ট, ওয়ার্ডবয় ও আয়ারা।