আল্লামা চান্দাই ছাহেব (রহঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

রামপুরী সিলসিলার অন্যতম খলিফা আল্লামা চান্দাই ছাহেব (রহঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ-২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী চান্দাই ছাহেববাড়িতে ফাতেহা শরীফ বাস্তবায়ন কমিটির উদ্যোগে শাহ ছুফি ইব্রাহিম খাঁন ছাহেব রামপুরী, শাহ ছুফি মাকছুদ আহমদ খাঁন ছাহেব রামপুরী, শাহ ছুফি আমজদ আলী ছাহেব গবিন্দপুরী, শাহ ছুফি জহির উদ্দিন আহমদ ছাহেব চান্দাই এবং শাহ ছুফি আশরাফ উদ্দিন আহমদ ছাহেব চান্দাই নক্সবন্দি মোজাদ্দেদী ইব্রাহিমী রহঃ এবং গং ছাহেবানদের এই বার্ষিক ফাতেহা শরীফ-২৫ অনুষ্ঠিত হয়। মাহফিলটি সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত চলে। পরে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ দাওয়া ও ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শায়খুল হাদিস উস্তাযুল উলামা আল্লামা মোহাম্মদ আব্দুল মোছাব্বির ছাহেব (দা.বা.) এর সভাপতিত্বে বার্ষিক ফাতেহা শরীফে তালিম ও তরবিয়ত পেশ করবেন দক্ষিণ সুরমা চান্দাই ছাহেববাড়ির বড় ছাহেবজাদা হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ ছাহেব। প্রধান অতিথির বয়ান পেশ করেন, বাংলাদেশ তাহরিকে খতমে নবুওয়্যাতের প্রেসিডিয়াম সদস্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী পীরজাদা হযরত মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী।

বয়ান পেশ করেন, ঢাকা ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ওসমান গণি সালেহী, বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সৎপুর দারুল হাদীস টাইটেল মাদরাসার সহকারি অধ্যাপক হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী, চান্দাই পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ ক্বারী বাকিবিল্লাহ, তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা এনামুল হক আজাদী, চান্দাই ছাহেব বাড়ির খলিফা হযরত মাওলানা কাজী কওছর উদ্দিন, দক্ষিন সুরমার বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও মেহমানদের জন্য শিরনির ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন