কবিতাকুঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবৃত্তি অনুষ্ঠানে মুক্তাক্ষর

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

একুশ মানে মাথা নত না করা। একুশ মানেই বাংলা ভাষা। কবি সাহিত্যিকদের সংগঠন কবিতাকুঞ্জের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয় সুবিদবাজার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কবি ও সাহিত্যিকদের সংগঠন কবিতাকুঞ্জ আয়োজন করে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের।দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানের পর আবৃত্তি অনুষ্ঠানের শুরুতেই মুক্তাক্ষরের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলের তোরা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি শহিদুল ইসলাম লিটন মহোদয়ের হাতে। বিমল করের নির্দেশনায় পুনম কর পূজার সঞ্চালনে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি পরিবেশন করে।
একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে পিউ, প্রান্ত, অন্বেষা, অর্পা, পূজা, প্রত্যয়, তাইবা, সিনথিয়া, সুরমিলা, মাহিয়ান, মারজানা, প্রিয়ান্তু কর স্বপ্ন ও মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানের সমাপনীর আগে উপস্থিত কবি লেখকদের জন্য স্বরচিত লেখা পাঠের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন