

মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রত্যেক বছরের মত এবারও এইচএম চ্যারিটির উদ্যোগে শিববাড়ীস্থ মরহুম গোলাম কিবরিয়া হিরা মিয়ার বাড়িতে প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম।
এলাকার বিশিষ্ট মুরব্বী ফয়সল আহমদের সভাপতিত্বে ও মো. শাহিন রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচএম চ্যারিটির চেয়ারম্যান নাছিম মিয়া। উক্ত অনুষ্ঠানে চ্যারিটির প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া হিরা মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ খলিলুর রহমান।-বিজ্ঞপ্তি