

“শেখ একেএম জাকারিয়া”
প্রেম এক ছায়ার মতো—
তুমি পেছন ফিরে তাকালেই সে লুকিয়ে যায়,
তবু সূর্য অস্ত গেলে তার অস্তিত্ব দীর্ঘতর হয়,
আঁধারের বুকেও রেখে যায় নরম এক দ্যুতি।
প্রেম এক বাষ্প—
যে গলে যায় অভিমানের উত্তাপে,
উধাও হয়ে যায় শূন্যতার আকাশে,
তবু শিশির হয়ে ফিরে আসে ভোরের জানালায়।
প্রেম এক মরীচিকা—
তৃষ্ণার্ত হৃদয় তাকে জল ভেবে ছুটে যায়,
কিন্তু ছোঁয়ার আগেই সে হারিয়ে যায় দিগন্ত রেখায়,
তবু তার মায়া থেকে মুক্তি মেলে না কখনও।
প্রেম এক প্রাচীন বৃক্ষ—
যার শেকড় লেপ্টে থাকে সময়ের অন্তস্তলে,
যার পাতা ঝরে যায় ঋতুর পর ঋতু,
তবু সে দাঁড়িয়ে থাকে—
অকথিত অপেক্ষার প্রতিমূর্তি হয়ে।
প্রেম এক প্রতিধ্বনি—
পাহাড়ের বুকের গভীরে সে ডাকে,
তুমি যতই তার উৎস খুঁজতে যাও,
সে ততই হারিয়ে যায় নিরুত্তর নৈঃশব্দ্যে।
প্রেম—
সে কি প্রাপ্তি, না কি নিঃশেষের এক শিল্প?
সে কি এক নিমগ্ন আর্তনাদ, না কি নির্বাক প্রতিসরণ?
তুমি যতই তাকে ধরে রাখতে চাও,
সে ততই গলে যাবে আঙুলের ফাঁকে—
সময়ের মতো, জলরঙের মতো,
অথবা নিঃশ্বাসের মতো—
অদৃশ্য, অথচ চিরন্তন।