

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
‘সিলটি পাঞ্চায়িত’ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুনের সভাপতিত্বে এবং কবি ও লেখক কামাল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রিন্সিপাল ও সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা জিলাল আহমদ। মাহফিলে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন লন্ডনে অবস্থানরত ‘সিলটি পাঞ্চায়িত’ এর সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘সিলটি পাঞ্চায়িত’ এর সিনিয়র সদস্য আমিনুজ্জামান চৌধুরী, সৈয়দ ফেরদৌস আহমদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি ডা. মো. ফয়জুল হক, গণদাবী নেতা রিয়াজ উদ্দিন, তরুণ সমাজকর্মী কয়েস আহমদ সাগর, ছড়াকার ও সংবাদকর্মী সাজ্জাদ আহমদ সাজু, ‘ইনসাফ’ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মোশাহিদ আলী। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিলাল আহমদ।
ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে সিলেট বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সে তুলনায় উন্নয়ন ও গুরুত্বের দিক দিয়ে সিলেট অনেক বেশি পিছিয়ে রয়েছে। তাই সিলেট বিভাগের স্বায়ত্বশাসন এখন সিলেটবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে, সেটা প্রদেশ কিংবা বিভাগ যে নামেই হোক না কেন। ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে ভারতের আসাম হতে পৃথক হয়ে সিলেটের জনগণ তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। তাই সিলেট বিভাগের স্বায়ত্বশাসনের দাবি অত্যন্ত যৌক্তিক। বক্তারা আরো বলেন, ১ কোটি ২০ লক্ষ সিলেটবাসীর মাতৃভাষা ‘সিলটি ভাষা’র রয়েছে নিজস্ব ঐতিহ্য। পৃথক বর্ণমালা বিশিষ্ট সিলটি ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করতে হবে। বক্তারা স্বৈরাচার খুনী হাসিনা বিরোধী আন্দোলনে ‘সিলটি পাঞ্জায়িত’ বিশেষ ভূমিকা পালন করেছে উল্লেখ করে বলেন, বৈষম্য নিরসনের লক্ষে সারাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করে ফ্যাসিবাদকে বিদায় করেছে। এ নতুন বাংলাদেশে সিলেটবাসীর প্রতি দীর্ঘদিনের অবহেলার নিরসন ও এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবী অবশ্যই পূরণ করতে হবে।