

স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ আমাদের নির্দিষ্ট ভূখন্ড দিয়েছে ঠিকই কিন্তু পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্তি দিতে পারেনি। কাগজে কলমে সভা সেমিনারে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে দাবী করতাম, কিন্তু বাস্তবে দেখছি দূর্নীতি আর লুটপাটের দিকে আমরা আমাদের উন্নতি ঘটিয়েছি। আর এই দূর্নীতি লুটপাটের কারণে আর্থিক দৈন্যতা সাধারণ মানুষকে অনাহারী করে তুলেছে।
এই অর্ধাহারী অনাহারী নিপীড়িত নির্যাতিত মানুষের জীবনচিত্র আগামীর কাছে তুলে ধরতে হবে কবিদের লেখনীর মাধ্যমে।
জাতীয় কবিতা পরিষদ, সিলেট জেলা কমিটি কর্তৃক আয়োজিত বিশ্ব কবিতা দিবস পালন উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর কমিটির সভাপতি এডভোকেট জাকির আহমদ এ কথাগুলো বলেন।
গতকাল ২৩ মার্চ রবিবার বিকাল পাঁচ ঘটিকায় সিলেটের একটি রেঁস্তোরায় কবি নিপু মল্লিকের সভাপতিত্বে ও সহ সভাপতি ধ্রুব গৌতমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মিহির মোহন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সিলেট ব্যূরো প্রধান বিদ্যা রত্ন রায়।
সভায় বিশ্ব কবিতা দিবস উপলক্ষে স্বরচিত লেখাপাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আনেয়ার হোসেন মিছবাহ, মাসুদা সিদ্দিকা রুহী, শান্তা গুপ্তা, উত্তম চৌধুরী, শহিদুল ইসলাম লিটন, মো: ফারুক হাসান সুজন, সাখাওয়াত হোসেন পীর, অমিতা বর্দ্ধন, শৈলেন দে, কামাল পাশা, আয়ান হোসেন জয় প্রমূখ।