মানবতার অনুপ্রেরণাদায়ক শক্তিতে পরিণত হয়েছে: কয়েস লোদী

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আমারদকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, এটি একটি মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং তাঁর জীবন ও কর্মকাণ্ডের মধ্যে মানবতার মূলনীতি ছিল। তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে চলেছি। তার নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, মানবতার অনুপ্রেরণাদায়ক শক্তিতে পরিণত হয়েছে। আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি শুধু অসহায়দের পাশে দাঁড়ানো নয়, এটি এক ধরনের প্রতিবাদও, যে প্রতিবাদ আমাদের সমাজের অবহেলিত জনগণের প্রতি করা হচ্ছে। আমরা তাদের অবস্থা বুঝি এবং তাদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি সোমবার (২৪ মার্চ) নগরীর উপশহরস্থ ল’ কলেজের সামনে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে অসহায় পথচারিদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগ বাকশালী সরকারের নির্যাতনের মধ্য দিয়ে আমাদের দল বিএনপি সব সময় খেটে খাওয়া মানুষের পাশে ছিলো এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আরো বলেন, আমি আশা করি, এই ইফতার বিতরণ কর্মসূচি আমাদের সকলকে একযোগভাবে কাজ করতে এবং আমাদের সমাজের আরও বেশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রতি উৎসাহিত করবে। আমরা জানি, একে অপরের জন্য দাঁড়ানোই সত্যিকারের রাজনীতি, এবং এর মধ্যেই রয়েছে জাতির অগ্রগতি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নাদির খান, মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক ও ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মোগলবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুসাইন আহমদ, সাবেক ছাত্রনেতা কাহের আহমদ ইমু চৌধুরী, বদরুল ইসলাম, হিলটন রহমান, পায়েল ইসলাম, মানিক খান, পিপলু দেব, আতিক হোসেন রুবেল আহমেদ, লোকমান আহমদ, সাহজান, আজিজুল হাকিম, দুলাল, খালেদ আহমদ, শাহেদ সিলেট যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-গণ সংযোগ সম্পাদক আকতার উদ্দিন মিজান, জেলা যুবদলের সহ-গণ বিষয়ক সম্পাদক লিমন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সুবহান,সদস্য মাসু আহমেদ, জামিল, আকবর, মহানগর ছাত্রদলের সদস্য আলী হোসেন, এম.সি কলেজ ছাত্রদল নেতা সেলিম উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা মামুনোর রহমান মামুন, শহিদুল ইসলাম শিপলু, সরকারি কলেজের ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, মস্তফা কামাল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন