

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সমাজ সেবা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। তাদের সহায়তা কার্যক্রম সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সকল মানবিক কার্যক্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি গতকাল বিকেলে মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ক্যাম্পাসে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও সংগঠনের সিলেট চ্যাপ্টার সার্বিক তত্ত্বাবধানে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার সভাপতি সিলেট শিক্ষাবোর্ডের প্রাক্তন সচিব প্রফেসর কবির আহমেদ সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীব এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মুশাহিদ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সহ সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বায়েছ, এডভোকেট জোহরা জেসমিন, নাজনীন আক্তার কনা, সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক আকলিছ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি এম এ মতিন, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলী রানী দেব, শিক্ষ বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজিনা চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী সদস্য ড.শাহ মো: আতিকুল ইসলাম, নেছার আহমেদ জামাল, জান্নাতুল নাজনীন আশা, জেসমিন নাহার,ফারহানা বেগম, কয়ছর আহমেদ কাওসার, সাংবাদিক আফরুজ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মো: তাজরিয়ান ইসলাম
উল্লেখ্য জিএসসি ইউকে সিলেট বিভাগের চারটি জেলায় কয়েকশত পরিবারের মধ্যে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় ফুড প্যাক বিতরণ করা হয়।