হস্তান্তর করা মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে না তালেবান সরকার

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক –

২০২১ সালে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা ইউএস সামরিক সরঞ্জাম ফেরত দেবে না তালেবান সরকার। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যেসব সামরিক সরঞ্জাম ও যানবাহন রেখে গেছে, সেগুলো এখন আফগানদের সম্পত্তি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি এসব কথা বলেন। সামরিক সরঞ্জাম ফেরত দেয়ার বিষয়টি জানতে চাইলে আফগানিস্তানের নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটির এই মুখপাত্র বলেন, ‘এগুলো বর্তমানে আফগানিস্তান রাষ্ট্রের সম্পদ। এগুলো আফগানিস্তানের দখলেই থাকবে।

গত বছর, অ্যাসল্ট রাইফেল এবং হামভিসহ বিশাল সামরিক অস্ত্র প্রদর্শন করে একটি কুচকাওয়াজ করেছিলো তালেবান সরকার। ২০২২ সালের প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদন অনুসারে, ৭৮টি বিমান, ৪০,০০০ সামরিক যানবাহন এবং ৩০০,০০০ এরও বেশি অস্ত্র ছিল অবশিষ্ট ছিলো দেশটিতে।

যদিও ২০২১ সালে ট্রাম্প প্রশাসনই ন্যাটো বাহিনী প্রত্যাহারের জন্য তালেবানের সঙ্গে চুক্তি সই করেছিল। তবে এই প্রত্যাহার প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিয়ে জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান এই নেতা। তিনি বলেন, ‘ডেমোক্র্যাট প্রেসিডেন্ট আমাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ শত্রুর হাতে দিয়ে দিয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন