কুরআনের আলো ছড়িয়ে দিলে সমাজে নৈতিকতা ও মানবতার বিকাশ ঘটবে: আব্দুল কাদির সমছু

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

নিউজ ডেস্ক:

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক ও সিসিকের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু বলেছেন, পবিত্র কুরআন হচ্ছে মানবতার পথপ্রদর্শক। এটি শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের বার্তা নিয়ে এসেছে। যারা কুরআন পড়ে এবং এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে, তারা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করে। তিনি বলেন, ওমর মাহবুব-এর মতো সমাজ সচেতন ব্যক্তিদের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কুরআনের প্রতি আগ্রহী করে তোলার জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় চেতনা বৃদ্ধি করে না, বরং তাদের চারিত্রিক গঠনে বিশেষ ভূমিকা রাখে। আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের বিপরীতে কুরআনের শিক্ষাই হতে পারে একমাত্র পথ।

তিনি বুধবার (১৯ মার্চ) নগরীর সাপ্লাইস্থ নূরে আলা কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর মাহবুব এর ব্যক্তিগত উদ্যোগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাজ্য যুবদলের সাবেক প্রচার সম্পাদক ওমর মাসুদ এর সভাপতিত্বে ও ক্বারী মো. গোলাম কিবরিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রিয়াজ উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহীনুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. তাসলিম খান, বিশিষ্ট শিক্ষানুরাগী আমিন পারভেজ, হাফিজ ক্বারী আব্দুস শহিদ, মাওলানা মো. বুরহান উদ্দিন, লোকমান আহমদ, ক্বারী মো. কিবরিয়া,  ক্বারী মো. আব্দুর রহমান, ফয়ছল আহমদ চৌধুরী প্রমুখ। আয়োজিত কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, ক্বারী আবদুল ওয়াদুদ, ক্বারী মো. আব্দুল্লাহ সিদ্দিকী। উল্লেখ্য, পুরস্কার গ্রহণ করেন, নাহিদ হাসান, ফাহমিদ ইসলাম, নাজিফা আলম মারিয়াম।

এসময় ওমর মাহবুব বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের মাঝে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, তাদের তেলাওয়াতের দক্ষতা বৃদ্ধি করা এবং ইসলামী শিক্ষাকে আরো বেশি ছড়িয়ে দেওয়া। “আমরা চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে, যাতে আরও বেশি মানুষ কুরআনের আলোতে আলোকিত হতে পারে। আমি এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, বিচারক প্যানেল, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা কুরআন শেখার প্রতি আগ্রহী, তাদের জন্য এ ধরনের প্রতিযোগিতা অনুপ্রেরণা হয়ে থাকবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন