

নবগঠিত কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগতম জানিয়ে ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শেখঘাটস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিতু মিয়ার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির নেতৃত্বে আমাদের দল আরও শক্তিশালী হবে এবং জনগণের জন্য কাজ করবে। গণতন্ত্র প্রতিষ্ঠার এই আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। নেতৃবৃন্দ সিলেটে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক ও ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শামীম আহমেদ, মহানগর যুবদলের সিনিয়র সদস্য হুমায়ুন কিবরিয়া জুনেল, ১২নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি হানিফ আহমেদ, প্রচার সম্পাদক লালন আহমেদ, ১১ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, জাকির হোসেন যখন, বাচ্চু আহমদ, এখলাছ মিয়া, সাব্বির আহমদ, রবিন আহমদ, আসাদ আহমদ, রাসেদ আহমদ, মিন্টু আহমদ, মুক্তার আলী, মুজ্জামিল, আব্দুল মজিদ, আজিজুল হক, সাফিক মিয়া, অহিদুল, আবু সাহিদ,এ বি দিপু, আলমগীর, মুহিবুর, রবিউল, ইমলাক, রাকিব, আতাবুর, তৈয়েবুর রহমান, ইলিয়াছ আহমদ, দুলু মিয়া, জেবু মিয়া, মফিজ মিয়া, আসুক আহমদ, মন্নান মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি