খেলাফত মজলিস শাহপরান পুর্ব থানা পুনর্গঠন সম্পন্ন: সভাপতি কয়েছুজ্জ্বামান চৌধুরী,সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আহমদ


খেলাফত মজলিস সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা শাখার বার্ষিক মজলিসে শুরার অধিবেশন আজ ৯ মার্চ দুপুর ২টায় শাহপরানস্থ দ্যা লুমিনাস স্কুলে অনুষ্টিত হয়। শাখা সভাপতি মাষ্টার মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনজুরে মাওলা, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী।
শুরার অধিবেশনে থানা শাখার বার্ষিক রিপোর্ট পেশ করেন শাখা সেক্রেটারি প্রভাষক শাহীন আহমদ। রিপোর্ট পর্যালোনায় অংশ নেন উপস্থিত সদস্যবৃন্দ। বিদায়ী সভাপতির বক্তব্য রাখেন ২০২৩-২৪ সেশনের বিদায়ী সভাপতি মাস্টার মোঃ ফারুক মিয়া।
অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য শাহপরান পুর্ব থানা শাখা পুনর্গঠন করা হয়। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত দায়িত্বশীগণ হলেন- সভাপতি মোঃ কয়েছুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান, খালেদ আহমদ, মাওলানা ইমদাদুল হক ইমরান, মভওলানা হাসান আহমদ ও মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল হক সুফিয়ান, শাহীন আহমদ ও মাওলানা ফজল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর আহমদ বায়তুলমাল সম্পাদক মাওলানা আনসার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, মহিলা সম্পাদিকা রুবানা ইসলাম, আবিদা সুলতানা, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, আলী আহমদ ও শেখ আমিনুর রহমান। সভায় নতুন সেশনে থানার সকল অঞ্চলে সংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়।