

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম বলেছেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে কাজ করছে ছাত্রদল। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়কে সামনে রেখে ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ছাত্রদল। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে কাজ করেছেন ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বৈরাচার পতন আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়ে আসছি আমরা। আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৭ বছরের শাসনামলে ফ্যাসিস আওয়ামী লীগ ছাত্রদলের নেতাকর্মীদের হামলা-মামলা-নির্যাতনের পাশাপাশি অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যা করেছে। তারপরও থেমে নেই ছাত্রদলের নেতাকর্মীরা। তাই অতীতের গৌরব ও সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি বলেন, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পাওয়ার পর ৩৮টি টিম করে দায়িত্ব ভাগ করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে আরোও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। অতীতে ছাত্রদলের ভূমিকা, আগামীতে প্রতিশ্রুতি কী, কেন এই সংগঠন শিক্ষার্থীরা করবে এ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি। এছাড়াও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়েও কাজ করছে ছাত্রদল।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ।