

পবিত্র রমজান মাস উপলক্ষে টাঙ্গাইল জেলা সমিতি সিলেটের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।
টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও চা প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোজাম্মেল হক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার আবু তালহা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডা. মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এনেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডাঃ ফারহানা সেলিনা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুহুল আমিন এবং ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া পরিচালনা করেন পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথি উপাচার্য ড. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে ব্যক্তির মধ্যে নৈতিক উন্নয়ন ঘটে এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আকবর হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আরিফুল ইসলাম,আব্দুল জলিল, মো. আকরামুল ইসলাম, সৈয়দ আবু রায়হান, মো. আবুল কালাম আজাদ, মো. সোলায়মান খান মিল্টন, মানিক চন্দ্র সাহা, মো. মাজেদুর রহমান, নাজমা আক্তার, মীর জাকির হোসেন বিদুৎ, মো. নাজমুল হাসান নিপ, মো. বুহুল আমীন, মির্জা মনিরুল ইসলাম, সরকার মো. আতিকুর রহমান মনিরুজ্জামান (কৃষি বিশ্ববিদ্যালয়), মো. শাহীরুল ইসলাম, মো. আব্দুল লতিফ খান, মো. আলী আকবর, প্রমুখ।