তরুণ প্রজন্মকে জিয়া পরিবারের ক্রীড়াঙ্গনে অবদান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ: খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

খেলাধুলা ডেস্ক  :

সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট খেলা সম্পন্ন হয়েছে। খেলায় সবুজ দল সিলেটকে হারিয়ে বিজয়ী হয়েছে লাল দল সিলেট। খেলার শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামে সবুজ দল সিলেট। নির্ধারিত ২০ ওভারের ব্যাটিং শেষ করার আগেই ১৩৯ রানে অল আউট হয়ে যায় সবুজ দল সিলেট। এর জবাবে লাল দল সিলেট ১৮ ওবার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে বিজয়ী হয়।

শুক্রবার ৮টার দিকে খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। জমজমাট ও মনমুগ্ধকর খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,  জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েষ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনে এক বিপ্লবের সূচনা করেছিলেন। তার সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু ইতিহাস বিকৃতির মাধ্যমে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে। তরুণ প্রজন্মের জন্য তাদের সঠিক ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, এটি ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদানকে স্মরণ করানোর এক মহৎ উদ্যোগ।

দুপুর আড়াইটায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,  সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের চার জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত লাল দল সিলেট ও সবুজ দল সিলেট মধ্যকার খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকদের ঢল নামে। সিলেটের মাঠে জিয়া ক্রিকেট টুনামেন্ট ২০২৪ খেলা অনুষ্ঠিত হয়েছে  ক্রিকেট ম্যাচ দেখতে ক্রিকেট প্রেমি সিলেটবাসীর উন্মাদনা দেখা যাচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে দর্শকদের জোয়ার নামে । দশর্ক গ্যালারির প্রতিটি অংশ চার ছক্কায় গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে মুখরিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এর আগে গত কয়েকদিনে ক্রিকেট টুর্নামেন্টটি উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখন সিলেটবাসী।

খেলায় আগত দর্শকরা জানান, বিগত বিএনপি সরকারের সময়ে এই স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নেন তৎক্ষালিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান। কিš‘ বিগত দিনে বিভিন্ন ইভেন্টে স্টেডিয়ামটির দর্শক গ্যালারী পর্যন্ত নির্লজ্জ দলীয়করণ করায় ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া অন্যকেউ এখানে প্রবেশ করতে পারেননি, খেলা দেখতে পারেননি। তাই দীর্ঘ ১৭ বছর পর নিজেদের স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের খেলোয়ারদের খেলা দেখে বেজায় খুশি দর্শকরা। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন