দেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন : কয়েস লোদী

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার পিকেএসপি মাঠে সিলেট মুখোমুখি হচ্ছে খুলনার। সিলেটের দলকে নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ফ্লাইটে রাজধানীতে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট দলের প্রধান ব্যবস্থাপক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। সিলেট দলের অধিনায়কের দায়িত্বপাল করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটা অলক কাপালী।

ঢাকায় পৌছে সিলেট টিমের অনুশীলনীর পূর্বে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের পট পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনের নতুন এ অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন করবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেওয়ার জন্যই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট দলের সহকারী ব্যবস্থাপক আবুল কাশেম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম টিপু।
উল্লেখ: গত ২৭ ডিসেম্বর সিলেটে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবুজ দল ও লাল দলে খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় জয় লাভ কওে সিদ্দিকুর রহমান পাপলুর লাল দল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন