বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের দল:আব্দুল কাইয়ুম জালালি পংকী

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, দেশ ও প্রবাসের প্রতিটি বিএনপি নেতাকর্মী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক আদর্শের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। বিএনপি জনগণের দল, আর জনগণের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার।

তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা নগরীর ভাতালিয়ায় যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ রাসেল মিয়া এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির ১১নং ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবদলৈর ক্রীড়া সম্পাদক শাহরিয়ার জালালী কাইজারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কশিমনার মো. কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, ওয়ার্ড সভাপতি আশরাফ উদ্দীন, মাশুক আহমদ, আব্দুর রহিম, রিপন আহমদ, শিবলুজ্জামান, তালজিম আহমদ তানজিম, সাদ্দাম হোসেন, মো. ইমরান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন