ভারতের কাছে হারের পর একী বলল পাকিস্তানি ভক্তরা!

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

স্পোর্টস ডেস্ক-

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের ৬ উইকেটের পরাজয় হতাশ করেছে দেশটির ক্রিকেটপ্রেমীদের। সামাজিক মাধ্যমে ও সংবাদমাধ্যমে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই পাকিস্তানের ব্যর্থতা নিয়ে চলছে তুমুল সমালোচনা।

পুরো দলকেই বদলে দেওয়া উচিত-

দুবাইয়ে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক তরুণ ভক্ত বলেন, তিনি তার প্রিয় দলের কাছ থেকে জয়ের আশা করেছিলেন। তার বদলে এই বিশাল পরাজয়ে তিনি ভীষণ দুঃখ পেয়েছেন।

অন্য এক সমর্থক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দলকে ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠানো হোক। পুরো দল বদলে দিয়ে নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে আনা উচিত।

আরেক হতাশ ভক্ত বলেন, খেলোয়াড়দের বিশাল অঙ্কের বেতন দেওয়া হয়, অথচ তাদের পারফরম্যান্স ছিল লজ্জাজনক।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়-

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, বারবার একই ভুল কেন করছে দল?

ভারতের জয় ও ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ-

রোববার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্যটা ভারত মাত্র ৪ উইকেট হারিয়ে এবং ৪৫ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে, জিতে নেয় ম্যাচ।

বিশেষ করে বিরাট কোহলির সেঞ্চুরি (১০০+) এবং শ্রেয়াস আইয়ারের ফিফটি ম্যাচের গতিপথ বদলে দেয়। তাদের ১১৪ রানের পার্টনারশিপ পাকিস্তানের বোলিং আক্রমণকে কার্যত বিধ্বস্ত করে ফেলে।

পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন-

এই পরাজয়ের পর সমর্থকরা প্রশ্ন তুলছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কি দলে বড় পরিবর্তন আনবে? দলের ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করে আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো কি সম্ভব? এটাই এখন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন