ভাষা শহীদদের প্রতি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আনিস মাহমুদ, সদস্য দুলাল হোসেন, মামুন হাসান, বিলকিস আক্তার সুমি, জাবেদ আহমদ, মামুন হোসেন, আব্দুল খালিক, এমএইচ শহীদুল ইসলাম, ফটো সাংবাদিক রাধে মল্লিক তপন, রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদানকারী শহীদদের ও জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহিদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন