লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং শ্রমজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের সুশীল নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) কানাইঘাটের মুলাগুল আল-হেরা মাদ্রাসা  মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের আমীর মাওলানা মাহবুবুর রহমান।
লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট পাথর ব্যবসায়ী ও সালিশী ব্যক্তিত্ব আলহাজ্ব কামাল উদ্দিন।
বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব নূর উদ্দীন মড়া, আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল আলম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ কাওছার, প্রচার সম্পাদক জনাব ফারুক আহমেদ, কার্যকরি সদস্য মোহাম্মদ আলী, জসিম উদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে শ্রমজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের সুশীল নাগরিকবৃন্দ সহ লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বলেন, শ্রমজীবী মেহনতি শ্রমিকরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। এখনো পাথর কুয়ারি না খুলায় শ্রমিকরা কষ্টের মধ্য দিয়ে রমজান মাস অতিবাহিত করছেন, যা অতি দুঃখজনক। তিনি শ্রমিকদের কষ্ট লাঘবে অবিলম্বে সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্রদানের জোর দাবি জানান। তিনি বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকায় জীবনযাপনের তাগিদে বর্তমানে কিছু শ্রমিক সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালানের পরিবহন কাজে নিয়োজিত রয়েছে। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তারা এ কাজে লিপ্ত হবে না। তিনি সরকারি সকল প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে অবিলম্বে  পাথর কোয়ারী খুলে দিয়ে শ্রমকিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার আহবান জানান। -বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন