আটাত্তর পিস ইয়াবা’সহ ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক-

সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

এরমধ্যে গতকাল রোববার রাতে বন্দরবাজারস্থ পোস্ট অফিসের প্রধান গেট থেকে ২৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত ওজিমুল রহমান (৩০) সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুরি কাহনিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

 

এদিকে, রোববার মধ্যরাতে বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট থেকে ইয়াবাসহ আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রহিম (৪০) নগরীর আখালিয়ার নেহারি পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মাদক আইনে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন